মাগুরায় ফেনসিডিলসহ আটক ৫

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Apr 22, 2025 - 15:13
 0  4
মাগুরায় ফেনসিডিলসহ আটক ৫

মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১১৬ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা সেনা ক্যাম্পের একটি দল কালাম মোল্যার বাড়িতে এ অভিযান চালায়।

অভিযানের সময় বাড়ি থেকে ফেনসিডিল ছাড়াও মাদক বিক্রির ৩৬ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন—কালাম মোল্যার পুত্র এলিস হোসেন, সজীব মাহমুদ, এলিসের স্ত্রী আঁখি বেগম, সজীবের স্ত্রীর সোহানা আরফিন এবং মাগুরা শহরের কাউন্সিল পাড়ার বাসিন্দা রবিউল শরীফের পুত্র হাসান শরীফ।

পরে আটককৃতদের এবং জব্দকৃত মালামাল মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) হাতে তুলে দেওয়া হয়। একটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow