মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল সম্পন্ন 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Sep 1, 2024 - 17:02
 0  6
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল সম্পন্ন 

মাগুরায় বাংলাদেশ জামায়েত ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল সম্পন্ন হয়েছে। 

গত ৩১ আগস্ট সকালে অন্যায়,অবিচার,জুলুম নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী,ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল করেছে। ওই দিন সকালে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে সম্প্রীতি আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণমিছিল এবং একটি র‍্যালি প্রদক্ষিণ করে। মিছিলটি চৌরঙ্গী মোড়,ভায়নার মোড়,ঢাকা রোড ঘুরে নোমানী ময়দানে এসে মিলিত হয়। সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক এমবি বাকের। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু'র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন,সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান,আব্দুল গাফফার,জেলা শাখার অফিস সেক্রেটারী মোঃখায়রুল ইসলাম প্রমূখ। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,মাগুরা জেলাসহ ৪ উপজেলার বিভিন্ন   ইউনিটের হাজার হাজার নেতা-কর্মীরা সমর্থক ও স্থানীয় জনগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow