মাগুরায় বাংলাদেশ স্কাউটস এর ৫ দিন ব্যাপী ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন
মাগুরাতে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল ৪৯০ তম কাব স্কাউট এর ৫দিন ব্যাপী ইউনিট লিডার বেসিক কোর্স মাগুরা সরকারি বালক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন,বিভাগীয় সহকারী পরিচালক মোঃ রাসেল আহাম্মেদ এ.এল.টি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম,মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মঞ্জু,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান।
সেমিনারে ৪০ জন প্রশিক্ষনার্থীকে ৮ জন এ.এল.টি প্রশিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এদের মাঝে একজন এ.এল.টি কোর্স লিডার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কোর্স টিম লিডার মোঃ তহিদুল ইসলাম। কোর্স শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারী। আয়োজনে ছিলেন বাংলাদেশ স্কাউট মাগুরা জেলা শাখা।
What's Your Reaction?