মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Oct 30, 2024 - 18:38
 0  2
মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।"সুন্দর সমাজ গড়ি, বাল্যবিবাহ প্রতিরোধ করি" এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরা সৈয়দ আতর আলি গণগ্রন্থগার মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার  সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি মাওঃ মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা রেজিস্ট্রার এ. বি.এম নুরু-উজ-জামান,বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব ইকবাল হোসাইন,আবদুল হক মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব ডাঃ তাসুকুজ্জামান,মাগুরা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা ওয়ালিউল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।উক্ত সেমিনারে বিবাহ রেজিস্ট্রার ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় মূল্যবোধ অক্ষুন্ন রেখে বাল্যবিবাহ রোধে সকলকে সচেতন থাকতে নিকাহ রেজিস্ট্রারদের প্রতি আহবান জানানো হয়। এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,,নোটারি পাবলিকের মাধ্যমে যে বিবাহ সম্পন্ন হয় সেটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হালাল কিনা সে বিষয়ে সচেতন করতে কাজীদের আরো ভূমিকা রাখতে হবে। শুধু একটি কাগজে-কলমে সই করলেই বিবাহ সম্পন্ন হয় না। এটার ধর্মীয় কিছু রীতি-নীতি রয়েছে। অনেক বিষয়ে আমরা অন্যায় বা খারাপ করলেও ধর্মীয় বিষয়ে আমাদের একটি ভয় রয়েছে। সুতারাং আমাদের এই বিষয়টি হালাল হলো কিনা,যদি হালাল না হয় তাহলে এই সম্পর্কের মাধ্যমে যে সন্তান জন্ম নিচ্ছে সেটা কি হবে সেই বিষয় নিয়ে যদি আমরা মানুষকে সচেতন করতে পারি তাহলে আশা করি মানুষ সচেতন হবে। 

মাগুরা জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত  ৮০জন নিকাহ রেজিস্ট্রার এ সেমিনারে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow