মাগুরায় বৈশাখী আনন্দে মুখর ছিল নববর্ষ ১৪৩২ উদযাপন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Apr 15, 2025 - 11:55
 0  5
মাগুরায় বৈশাখী আনন্দে মুখর ছিল নববর্ষ ১৪৩২ উদযাপন

মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের প্রধান সড়কগুলোতে এই শোভাযাত্রা বের হয়।

সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ভায়না মোড়, আতর আলী রোড, চৌরঙ্গী মোড় হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

নোমানী ময়দানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকজ সংগীত, পিঠা মেলা ও হস্তশিল্প প্রদর্শনীসহ নানা ঐতিহ্যবাহী উপকরণে জমে ওঠে লোকজ মেলা। হাজারো মানুষ এতে অংশ নিয়ে উপভোগ করেন বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসব।

মেলার উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

শোভাযাত্রা ও মেলায় অংশ নেয় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মাগুরা টাউন হল ক্লাব, সুর সপ্তক, মাগুরা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow