মাগুরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার ৩ নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "চাঁদের হাট"জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।সেমিনারে উপস্থিত ছিলেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান,সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন,জেলা তথ্য অফিসার পাভেল দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিহির কান্তি বিশ্বাস,জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম,জেলা বণিক সমিতির আহবায়ক মুন্সি হুমায়ুন কবীর রাজা,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগস সমিতির মাগুরা জেলা শাখার খোন্দকার মাহবুবুল আলম,হোটেল মালিক সমিতি জেলা শাখার ফয়সাল আহমেদ রাসেল,জেলা কসমেটিকস ব্যবসায়ী সমিতি খন্দকার নজরুল ইসলাম মিলন,মাগুরা কৃষি বিপণন অধিদপ্তরের সাইফুল ইসলাম,ছাত্র প্রতিনিধি তাওহিদুল ইসলাম,মারিয়া খাতুন,জেলা ভোক্তা অধিকার কমিটির সদস্য সাংবাদিক শরীফ তেহেরান টুটুল,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,মাছ বাজার কাঁচা বাজার থেকে পলিথিন নিষিদ্ধ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নির্ধারণের ব্যাপারে প্রশাসন কাজ শুরু করে দিয়েছে।
What's Your Reaction?