মাগুরায় মহান বিজয় দিবস পালিত
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়। মাগুরা কালেক্টরেট ময়দান থেকে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে এ দিবসের শুভ সূচনা ঘটে।পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পূষ্প মাল্য অর্পণ করা হয়।
সকাল ৮টায় ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো,অহিদুল ইসলাম,পুলিশ সুপার মিনা মাহমুদা,জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার সানিউল হক,সিভিল সার্জন ডাঃ শামীমা কোবির,সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের অধ্যক্ষ রিজভী জামান,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান,জেলা বিএনপি'র আহবায়ক আলী আহমেদ,সদস্য সচিব মনোয়ার হোসেন খান,বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক,সাংস্কৃতিক সংগঠন। সকালে শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ,আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।সকাল সাড়ে ৯টায় নোমানী ময়দান সংলগ্ন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।এছাড়া জেলার সকল উপজেলাতে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
What's Your Reaction?