মাগুরায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ২৯ বিএন অধিনায়ক
মাগুরা সদর উপজেলায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পুজা মন্ডপ পরিদর্শন করেন। জানা গেছে,১০অক্টোবর সপ্তমী পূজায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর-নাভারণ ২৯ বিএন অধিনায়ক পুজা মণ্ডপ পরিদর্শন করেন। দুর্গাপূজার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর-নাভারণ শার্শা,অধিনায়ক ২৯ বিএন মোঃ তরফদার আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন,মাগুরা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবর রহমান সরকার,মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ষষ্ঠী রাণী মজুমদার,সদর উপজেলা টিআই মানিকুল ইসলাম ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স,আনসার ব্যাটালিয়ন সদস্য ও ভিডিপি'র সদস্য বৃন্দ। প্রধান অতিথি এ সময় মাগুরা সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শারদীয় দূর্গা পুজা মন্ডপে গিয়ে পুজা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক এর সাথে আলোচনা এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব যথাযথ ভাবে পালনের জন্য সবাইকে নির্দেশ দেন।
What's Your Reaction?