মাগুরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা,বিপিএম মতবিনিময় সভা করেছেন। মাগুরা চৌরঙ্গীর মোড়ে অবস্থিত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাগুরা প্রেসক্লাব,মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক,মাগুরা রিপোর্টার্স ইউনিট,মাগুরা- সাংবাদিক ফোরাম,সাংবাদিক ইউনিয়ন-মাগুরাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম বলেন,মাগুরার মানুষের কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠা করা আমার মূল লক্ষ্য। মাগুরা জেলার সকল থানা ও ফাঁড়ি কার্যক্রম চলমান রয়েছে। আইন অনুযায়ী পুলিশ তার কর্তব্য পালন করছে। মাগুরাতে পুলিশ যেন আরো বেশি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এসময় তিনি নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানান। সভায় আরো উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার অধ্যাপক সাইদুর রহমান, মোঃ কলিমুল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?