মাগুরায় ৫৫৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে
মাগুরায় শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। দুর্গাদেবীর বোধন পূজা ও বুধবার মহা ষষ্ঠী পূজার মাধ্যমে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়-দুর্গাপূজা শুরু হয়েছে।প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত শিল্পীদের সকল কার্যক্রম শেষ হয়েছে। এবার দেবীর আগমন ঘটবে দোলায় এবং ঘোটকে চড়ে গমন করবেন।
জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এবছর মাগুরা সদরে,পৌরসভা,মহম্মদপুর,শালিখা ও শ্রীপুরসহ ৪টি উপজেলায় মোট ৫৫৮টি মন্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। এছাড়া বিজয় দশমী পূজা শেষে দেবী দুর্গার বিসর্জন দেওয়া হবে।
মাগুরা জেলার বিভিন্ন পূজা মন্ডপে বৃষ্টি উপেক্ষা করে
মণ্ডপে মন্ডপে আলোকসজ্জা তোরণ নির্মাণ করা হয়েছে।প্রতিদিন সন্ধ্যায় আরতি,শঙ্খধ্বনি, উলুধ্বনি,ঢাকের বাজনাও বিভিন্ন বাদ্যযন্ত্রের আয়োজন করেছে পূজা মন্ডপ কমিটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদে সভাপতি বাসুদেব কুন্ডু বলেন,,জেলায় ৫৫৮টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজা শুরু হয়েছে। নিরাপত্তা বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। তারা নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন।বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনায় তারা স্বেচ্ছাসেবকসহ সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন।তিনি আরো বলেন,,অত্যন্ত সুষ্ট ভাবে সাবলিলভাবে দুর্গাপূজা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা সবাইকে নিয়ে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে চাই।
What's Your Reaction?