মাগুরার আড়পাড়া সেতু দিয়ে যানবাহন চলাচল সাময়িক বন্ধ

মাগুরার শালিখা উপজেলার আড়পড়া সেতু দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।খুলনা মহাসড়ক জোনের আওতাধীন মহাসড়কে সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন বেইলী সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় (যশোর দড়াটানা মোড়)-মাগুরা ভায়না মোড়(এন ৭০২) জাতীয় মহাসড়ক।
পুরাতন আড়াপাড়া রেটোফিটিং কাজের জন্য পুরাতন আড়পড়া সেতুতে যানবাহন চলাচল ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ১৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ৬টা পর্যন্ত আড়পাড়া সেতু দিয়ে যানবাহন চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
এজন্য সকল যানবাহন বিকল্প মহাসড়ক হিসেবে মাগুরা-ঝিনাইদহ-যশোর (এন-৭) মহাসড়কটি ব্যবহারের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। মোঃ সাখাওয়াত হোসেন নির্বাহী প্রকৌশলী (চঃ দাঃ) সহজ সড়ক বিভাগ,মাগুরা স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।
What's Your Reaction?






