মাগুরার বিভিন্ন স্থানে গঙ্গা পূজা ও স্নান উৎসব অনুষ্ঠিত
মাগুরার বিভিন্ন স্থানে গঙ্গা পূজা ও গঙ্গা স্নান উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন দশমী তিথি শুরু হলে সনাতন ধর্মের নারী-পুরুষ ও শিশুরা মা গঙ্গা দেবীর পূজা শেষে স্নানে অংশ গ্রহণ করে। পরে এ উপলক্ষে মাগুরা শালিখা উপজেলার চুকনগর গঙ্গা মন্দির চত্বর গঙ্গাস্নান উৎসব ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ শ্যামল কুমার দে। অত্র পূজা মন্দির কমিটির সহ-সভাপতি প্রদীপ মণ্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী,শালিখা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন,পুলিশ পরিদর্শক( তদন্ত) মিলন কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান শিকদার,ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সজীব আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস। অনুরূপ ভাবে মাগুরার গঙ্গারামপুর কালী মন্দিরে চত্বরে-৩ দিনব্যাপী গঙ্গাস্নান উৎসব মেলা শুরু হয়েছে।
What's Your Reaction?