মাগুরার শালিখায় গরুচোর চক্রের এক সদস্য আটক
মাগুরার শালিখা উপজেলার নাঘোসা গ্রামে তার নিজ বাড়ি থেকে নাজমুল ইসলাম (২৩) নামের গরুচোর চক্রের এক সদস্যকে আটক করেছে শালিখা থানা পুলিশ। সে উপজেলার নাঘোসা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে শালিখা থানার অফিসার ইনচার্জ মো.ওলি মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষের দিক নির্দেশনায় এসআই প্রকাশ ঘোষ ও এসআই শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৫ ডিসেম্বর গরুচোর চক্রের সক্রিয় সদস্য আল মামুনকে আটক করার পর তার স্বীকারোক্তি মোতাবেক ১৯ ডিসেম্বর গরুচোর চক্রের সদস্য নাজমুল ইসলামকে আটক করে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?