মাগুরার শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার বিকালে সব্দালপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা।সব্দালপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা ও মাসুদ মজুমদার,সব্দালপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিয়া সমিরুল ইসলাম সমির,উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী,জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক মোঃ আরমান মোল্যা,সদর উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ এহসানুল হক পলাশ, শ্রীপুর উপজেলা কৃষকদলের সভাপতি মেহেদী হাসান মুকুল,সদস্য সচিব সোহানুর রহমান বিপ্লব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি মুন্সি ইয়াসিন আলী সোহেল,ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মারুফুল ইসলামসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।
What's Your Reaction?