মাগুরার শ্রীপুরে জিও ব্যাগ/বস্তায় আদা চাষের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সম্পন্ন
মাগুরার শ্রীপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও ২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মসলা জাতীয় জিও ব্যাগ/বস্তায় আদা চাষের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সম্পন্ন হয়েছে।মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া মাঠে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার উপপরিচালক ড. মোঃ ইয়াছিন আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজগর আলী।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসিবুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন,কৃষক মো.রফিকুল ইসলাম প্রমূখ।
মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক- কৃষাণী অংশগ্রহণ করেন।
What's Your Reaction?