মাগুরার শ্রীপুরে জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদান বিষয়ে সেমিনার
মাগুরার শ্রীপুর সমাজসেবা কার্যালয়ে ২১জানুয়ারি দুপুরে 'সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদানের সমস্যা ও সমাধান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল,সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন,সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক,
নাকোল ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা, গয়েশপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আবসার উদ্দিন,দ্বারিয়াপুর ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম মওলাসহ বিভিন্ন ইউনিয়নে দায়িত্বশীল সমাজসেবাকর্মী,স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
What's Your Reaction?