মাগুরায় আনসার ভিডিপি'র সদস্যদের সাথে মতবিনিময় সভা
মাগুরায় আনসার ও ভিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম প্রশিক্ষণ ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ভাতাভোগী সদস্যদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের আয়োজনে আনসার ও ভিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনী,মাগুরা কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভা শেষ হয়েছে।
আনসার-ভিডিডি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ (বিভিএম),সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল,মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন,শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন,মহম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নেস্তোয়ারা বেগম।
মতবিনিময় সভায় মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ (বিভিএম) বলেন,,ইতিমধ্যে এই সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে মাগুরা জেলার ৪ উপজেলা মাগুরা সদর,শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর উপজেলায় ১০দিন মেয়াদের গ্রাম প্রশিক্ষণ শুরু হবে এবং আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আনসার বাহিনীর সকল সদস্য ও ভিডিপি সদস্যদের পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সর্তকতা অবলম্বন করে দায়িত্ব পালন করার জন্য সবাই কে সচেতনতা মূলক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেন।
What's Your Reaction?