মাগুরায় ঈদে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের চেকপোস্ট
মাগুরায় ঈদে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাগুরা জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের একাধিক টিম জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন চেকিং (চেকপোস্ট) অভিযান পরিচালনা করে। এ অভিযান চলাকালীন সময়ে গাড়ির কাগজপত্র যাচাই করা হয়।মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে হেলমেট ব্যবহার না করা,রেজিস্ট্রেশন ও বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর কারণে সড়ক পরিবহন আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান পরিচালনাকালীন উপিস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরা।
What's Your Reaction?