মাগুরায় এমপিওভক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মাগুরায় এমপিওভর্তির দাবিতে অনার্স-মাস্টার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন,বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি আবুল বাশার,সাধারণ সম্পাদক সাইদুর রহমান,মাগুরা আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম কাবিয়ার,তাসমিয়া তারান্নুম সম্পাসহ অন্যরা। সমাবেশে শিক্ষকরা জানান,,মাগুরাসহ দেশের বিভিন্ন কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক নিয়োগ প্রাপ্ত সাড়ে ৩ হাজার শিক্ষক রয়েছে যারা দীর্ঘদিন ধরে সরকারি সহায়তা ছাড়াই অনার্স-মাস্টার্স কোর্সে শিক্ষাদান করে আসছে। যার প্রেক্ষিতে আমরা গত সপ্তাহে এমপিওভক্তির দাবিতে ঢাকায় একাধারে ৩ দিন অবস্থান কর্মসূচি পালন করে কোন সুফল পায়নি। এমতাবস্থায় অবিলম্বে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এমপিও ভুক্তি নিশ্চিত করনে সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। এ মানববন্ধন এবং সমাবেশ শেষে অংশ গ্রহণকারী শিক্ষকরা মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন বলে জানা গেছে।
What's Your Reaction?