মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Nov 9, 2024 - 22:08
 0  3
মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু 

মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে মাগুরার হিন্দু সম্প্রদায়ের আরও একটি ধর্মীয় উৎসব কাত্যায়নী পূজা।সোমবার বিজয় দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে মাগুরার ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাত্যায়নী পূজার উৎসব।জানা গেছে,শারদীয় দুর্গাপূজার পরে প্রতি বছরের ন্যায় এবারও মাগুরা জেলার বিভিন্ন পূজা মন্ডপে এ পূজার আয়োজন করেন,আয়োজক কমিটির লোকেরা।দুর্গা প্রতিমার রূপে ভাস্কর দিয়ে তৈরি করা হয় কাত্যায়নী মূর্তি।এ উপলক্ষে শত বছরের এই উৎসবকে ঘিরে পূজা শুরু থেকে শেষ পর্যন্ত জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।প্রতিবছর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাত্যায়নী পূজা পালন করেন,এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরা। শারদীয় দুর্গা উৎসব বাঙালির হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলেও কাত্যায়নী এক্ষেত্রে মাগুরায় ব্যতিক্রম একটি উৎসব। এ জেলায় কাত্যায়নী পূজাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করছেন আয়োজক হিন্দু সম্প্রদায়। এই পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি মাস ব্যাপী চলবে গ্রামীণ মেলা। সন্ধ্যা থেকে প্রতিমা দর্শন,লাইটিং,আলোকসজ্জা দেখতে নারী পুরুষ দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু হয় চলে গভীর রাত পর্যন্ত। ডেকোরেশন দর্শনার্থীদের মুগ্ধ করছে। এবছর কাপড় ও শোলার কাগজ পাশাপাশি আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়েছে যা দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে। বেশিরভাগ গেটে দেব-দেবীর ছবি যুক্ত করা হয়েছে। 

এছাড়া বিভিন্ন মন্ডপে ঈশ্বরের মাহাত্ম্য প্রচার করা হচ্ছে সুস্থ সুন্দর ভাবে পূজাকে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকবৃন্দ নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। 
মাগুরা কাত্যায়নী পূজার আনন্দ উপভোগ করতে পার্শ্ববর্তী জেলা নড়াইল,ঝিনাইদহ,কুষ্টিয়া,ফরিদপুর, রাজবাড়ী,চুয়াডাঙ্গাাহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা প্রতিদিন ভিড় করছন।দেশের বাইরে ভারতসহ অন্য দেশের মানুষ এই উৎসবে আসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow