মাগুরায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jan 12, 2025 - 19:19
 0  3
মাগুরায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন 

মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগামী ১৬ই জানুয়ারি কর্মী সম্মেলনে মাগুরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন  করেছে মাগুরা জেলা জামায়াতে ইসলামী।

রবিবার বেলা ১১ টায় প্রেসক্লাব হল রুমে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদের পরিচালনায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সহকারী সেক্রেটারি জনাব আব্দুল গফফার, জনাব অধ্যাপক আশরাফহুসাইন, শ্রমিক কল্যাণ জেলা সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ আশিক খান।
অধ্যাপক এমবি বাকের বলেন, জামায়াতে ইসলামীর মাগুরা জেলার স্মরণ কালে বড় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। প্রায় দেড় লক্ষ মানুষের সমাগম হবে ইনশাল্লাহ। সম্মেলন উপলক্ষে মাগুরা জেলায় ৬০ টি পয়েন্টে গেট তৈরি করা হয়। প্রচার হিসেবে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয় এবং এই সম্মেলন উপলক্ষে প্রায় ১০ হাজার অমুসলিম উপস্থিত থাকবেন বলে আশা করেন। কর্মী সম্মেলন উপলক্ষে প্রতিটা ইউনিয়ন এবং থানায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনি সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন। 
সংবাদ সম্মেলনে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, প্রেসক্লাবের সেক্রেটারি শফিকুল ইসলাম সহ প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow