মাগুরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
May 29, 2024 - 21:45
 0  6
মাগুরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

মাগুরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

'সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ'-এ প্রতিপাদ্য নিয়ে বুধবার স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের অনুকূলে অর্থ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঝিনাইদহ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস ও জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর।
 আলোচনা সভা শেষে ৭২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোরের অনুকূলে অনুদান হিসেবে দুদকের উদ্যোগে নগদ ১০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহ ও মাগুরা জেলা-উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow