মাগুরায় পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানার যৌথ অভিযানে ট্রাক উদ্ধার, আটক-১
মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা,বিপিএম এর নির্দেশে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও মাগুরা সদর থানার যৌথ অভিযানে পুলিশের একটি টিম ট্রাক উদ্ধার ও একজনকে আটক করেছে। এ ঘটনায় মাগুরা সদর থানার মামলার এজারভুক্ত ১নং আসামী রোমান মোল্যা (২৬) কে ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে আটক করে পুলিশ। সে মাগুরার মহম্মদপুর উপজেলার দক্ষিণ মৌশা,গ্রামের আলমগীর মোল্লার ছেলে। পরে আসামির দেয়া তথ্য মোতাবেক গত ২৩ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানীর এসএস ফিলিং স্টেশন,ভাটিয়াপাড়া থেকে ছিনতাই কৃত ট্র্যাকটি উদ্ধার করে পুলিশ। জানা গেছে,,বাদীর নিজ নামীয় টাটা কোম্পানীর ৭০৯ মডেলের মাঝারী ট্রাকটি ড্রাইভার রোমান মোল্যা,আটক আসামীকে দিয়ে প্রায় এক বছর ধরে পারিচালনা করে আসছেন। ঢাকায় ট্রিপ নিয়ে যাওয়ার কথা বলে আসামী রোমান মোল্যা গত ২৭সেপ্টেম্বর রাতে মাগুরা সদরের শিবরামপুর গ্রামস্থ সরদার বাড়ীর নামক স্থান থেকে বাদীর উক্ত ট্রাকটি নিয়ে যায়। গত ৩ অক্টোবর পর্যন্ত সে মাগুরায় ফিরে না আসায় বাদী তার অবস্থান সম্পর্কে বার বার জানতে চাইলে সে এলোমেলো তথ্য দিতে থাকে। গত ৪ অক্টোবর আসামীর সাথে বাদীর (ট্রাকের মালিকের) ফোনে কথা হয়। এক পর্যায়ে আসামী তার ফোন বন্ধ করে দিলে বাদী (ট্রাকের মালিক) তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। পরের দিন ড্রাইভার রোমানের(আটক আসামি) মাগুরা শহরের ভাড়া বাসায় খোঁজ নিতে গিয়ে জানতে পারেন যে, ড্রাইভার রোমান স্ত্রী সন্তানসহ বাসা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গিয়েছে। পরবর্তীতে বাদী বিভিন্ন জায়গায় ট্রাক এবং আসামীকে খোঁজাখুঁজি করে সন্ধান পেতে ব্যর্থ হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
What's Your Reaction?