মাগুরায় মধুমতি নদীতে বাৎসরিক নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত
মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা মধুমতি নদীতে বাৎসরিক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শত বছরের নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের পরের দিন উপজেলার ঝামা মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে ঝামা ঐতিহ্যবাহী মেলা কমিটি।গত ১৪ অক্টোবর দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজনৈতিক ব্যক্তিত্ব এস এম রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব ঢাকা,মহানগর দক্ষিণ যুবদল।
মেলা দেখতে মধুমতি নদীর দুই কুলে অপেক্ষা করতে দেখা যায় হাজার হাজার নারী-পুরুষকে।
ঝামা মধুমতি নদী এলাকা হয়ে ওঠে উৎসব মুখোর পরিবেশ। এ উপলক্ষে ফেরীঘাট সংলগ্ন এলাকায় বসেছে গ্রামীণ মেলা।এবার ৭টি বাইচের নৌকা অংশ গ্রহণ করে। সবশেষে ঝামা ঐতিহ্যবাহী মেলা উদযাপন কমিটির সভাপতি যুবদল নেতা মোঃ মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে মেলা কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
What's Your Reaction?