মাগুরায় মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার
মাগুরার মহম্মদপুরে মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত প্রায় (৩৫) বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে,,অজ্ঞাত নারীর মৃতদেহটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজন মহম্মদপুর থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুন্সি রাসেল হোসেন বলেন,,বুধবার বেলা১২ টার দিকে জানতে পারি মহম্মদপুরের আড়মাঝি এলাকায় মধুমতি নদীতে অজ্ঞাত এক নারীর মৃতদেহ ভাসছে। এখবর জানতে পেরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে নৌ পুলিশকে জানালে তাদের সহযোগিতায় মধুমতি নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে ।তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
What's Your Reaction?