মাগুরায় শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jun 15, 2024 - 18:05
 0  9
মাগুরায় শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

"ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবতার জন্য জীবন নামের স্বেচ্ছাসেবী সমাজসেবা মূলক সংগঠনের পক্ষ থেকে শতাধিক দুস্থ, দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মুখে একটু হাসি ফোঁটাতে বিনামূল্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুর ১২ টায় সৈয়দ আতর আলী রোড,জামরুলতলায় মানবতার জন্য জীবন সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবতার জন্য জীবন সংগঠনের প্রধান উপদেষ্টা মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন ঘোষ জয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুন নবী জোহা, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অ্যাডভোকেট কাজী মিহির, অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস, নারী নেত্রী হাসি বিশ্বাস, সংগঠনের সদস্য রিপন ঘোষ, শ্রাবণী বিশ্বাস, দেব দুলাল শিকদার সান্টু, প্রসেনজিৎ সিংহ, দ্বীপ বিশ্বাস, বাঁধন রায় সহ অন্যরা। প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় মানবিক কাজ। দুস্থ, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। 'ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে' কথাটি আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। মানবতার জন্য জীবন সংগঠনের আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আশা করছি সংগঠনটি আগামীতে এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যাবে। বিতরণ করা ঈদ উপহারের মধ্যে ছিল- পোলাও চাউল ১ কেজি, ৫০০ গ্রাম মুসুরের ডাল, চিনি ৫০০ গ্রাম, সোয়াবিন তেল ৫০০ গ্রাম, সেমাই ১ প্যাকেট ও গুড়াদুধ ২ প্যাকেট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow