মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ২৭ এপ্রিল

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Apr 24, 2025 - 11:49
 0  2
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ২৭ এপ্রিল

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৭ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে মামলায় রাষ্ট্রপক্ষের তিনজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের তারিখও নির্ধারণ করেন আদালত। আদালত চত্বরে পুলিশ নিরাপত্তা জোরদার করে।

মামলায় রাষ্ট্রপক্ষে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। তাকে সহায়তা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠিত পাঁচ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যরা।

এর আগে, গত ১৩ এপ্রিল এ মামলায় অভিযুক্ত হিটু শেখের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে আছিয়া তার বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয় এবং হত্যার চেষ্টা চালানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ আছিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow