মাগুরায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সমাবেশ
মাগুরায় মহান শিক্ষা দিবস উপলক্ষে সর্বজনীন, বৈষম্যহীন,বিজ্ঞান ভিত্তিক,গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা,শিক্ষার মান বাড়ানো,ব্যয় কমানো,শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে মাগুরায় সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখা।১৭সেপ্টেম্বর সকালে চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার সংগঠক নূর আলম শোভনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাজির আহমদ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার আহবায়ক প্রকৌশলী শম্পা বসু,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী সুলতানা,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার সাবেক আহবায়ক ভবতোষ বিশ্বাস জয় প্রমূখ। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার সংগঠক রকিব মিয়া।সমাবেশ থেকে নিম্নলিখিত দাবি জানান বক্তারা ১,সর্বজনীন,বৈষম্যহীন,বিজ্ঞানভিত্তিক,গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু কর ২.শিক্ষার মান বাড়াও,ব্যয় কমাও। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ কর৷ ৩.মাগুরায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে নিয়মিত ক্লাস,শিক্ষক সংকট নিরসন, লাইব্রেরি-ল্যাবরেটরির মান উন্নয়নসহ শিক্ষার মান সার্বিকভাবে উন্নয়ন করে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কর।৪.শিক্ষা শেষে উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত কর।মাগুরা টেক্সটাইল মিল চালু কর।মাগুরা জেলায় কৃষিভিত্তিক শিল্প কারখানা নির্মাণ কর।
What's Your Reaction?