মাগুরা জেলা প্রশাসক এর ব্র্যাক সেন্টার আড়ৎ ও পণ্য উৎপাদন কেন্দ্র পরিদর্শন
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম,জেলার সদর উপজেলার মীরপাড়া ব্র্যাক সেন্টারে অবস্থিত আয়েশা আবেদ ফাউন্ডেশনের অধীনে পরিচালিত আড়ৎ ও পণ্য উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। গত ৫ অক্টোবর ব্র্যাকের এই উৎপাদন কেন্দ্রটি মাগুরা জেলার নারীদের কর্মসংস্থানে সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এখানে কর্মরত বেশিরভাগ কর্মীই নারী।জেলা প্রশাসক তাদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের কাজের পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন।
এছাড়া তিনি আধুনিক মধু চাষ পদ্ধতি সম্পর্কে অবগত হন এবং মাগুরা জেলায় এর সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
পরে তিনি কছুন্দি ইউনিয়নের উলিনগর ব্র্যাক নার্সারি ও হ্যাচারিতে বিশেষ জাতের তেলাপিয়া মাছের পোনা উৎপাদন প্রক্রিয়া এবং মুক্তা চাষ প্রকল্প পরিদর্শন করেন। স্থানীয় পরিবেশগত সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। জেলা প্রশাসক ব্র্যাকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাগুরায় উৎপাদন কার্যক্রম আরও সম্প্রসারণ করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আহবান জানান। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
What's Your Reaction?