মাগুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত
মাগুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের অভিষেক শেষ হয়েছে।
মাগুরা প্রেসক্লাব ভবনে শুক্রবার সন্ধ্যায় বেলুন উড়িয়ে উক্ত অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম গোরা।প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম,জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস,বাংলাদেশ অবজারভার এর সিনিয়র স্টাফ রিপোর্টার শহিদুজ্জামান মোহন, বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপি'র সাবেক আহবায়ক আলী আহম্মদ, জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব কিশোর,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন,জেলা জামায়াতের আমীর অধ্যাপক এবি এম বাকের,প্রেসক্লাবের আজীবন সদস্য ড.আলী আফজাল,শরীফ আজিজুল হাসান মোহন,দিপঙ্কর বিশ্বাস এফসিএ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাগুরার ১০ জন শহীদ ও মাগুরা প্রেসক্লাবের ৫ জন সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দেয়া হয়।এছাড়া দীর্ঘ ২৫ বছর পর মাগুরা প্রেসক্লাবের নতুন ৩১জন সাংবাদিক সদস্যকে বরণ, প্রেসক্লাবের আজীবন সদস্য ও মাগুরার কৃতি সন্তান বিটিভির মহাপরিচালক মোঃ মাহাবুবুল আলম গোরাকে সম্মাননা দেয়া হয়েছে। পরে মাগুরার বিশিষ্ট সংগীত শিল্পী,নিত্য শিল্পী ও নাট্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অভিষেক আয়োজনকে কেন্দ্র করে
প্রেসক্লাব ভবন এবং তার আশপাশে ৭দিনব্যাপী দৃষ্টিনন্দন আলোকসজ্জা যা শহরবাসীর মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।
What's Your Reaction?