মাদারীপুরে দুর্বৃত্তের হামলায় মারাত্মক আহত বিএনপি কর্মী

মাদারীপুর প্রতিনিধি
Sep 2, 2024 - 21:55
 0  151
মাদারীপুরে দুর্বৃত্তের হামলায় মারাত্মক আহত বিএনপি কর্মী

মাদারীপুরে দুর্বৃত্তের হামলায় অহিদ হাওলাদার নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এ হামলা চালায় দুর্বৃত্তেরা। এসময় প্রায় ৭-৮ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত এ হামলা চালায়।

ভুক্তভোগীর স্বজনরা জানান, গত ৮ই জানুয়ারী মাদারীপুর -০৩ আওয়ামী লীগের এমপি তাহমিনা বেগমের বিজয় মিছিলে ককটেল বিস্ফোরণ একজন নিহত হয়। এতে বিএনপি কর্মী হওয়ায় ষড়যন্ত্রমূলক ভাবে অহিদ হাওলাদারকে আসামি করা হয়। সেই মামলায় আজকে হাজিরা শেষে অহিদ হাওলাদার বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য  এ হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। আওয়ামী লীগ নেতা মিলন সরদারের মদদে আওয়ামী লীগ কর্মী মনিরুজ্জামানের নেতৃত্বে এ হামলায় জড়িত ছিলো তাইজুল সরদার, সোহেল সরদার, জহিরুল চৌকিদারসহ আরো প্রায় চার-পাঁচ জন সশস্ত্র সন্ত্রাসী। দুর্বৃত্তরা প্রত্যেকে স্থানীয় আওয়ামী লীগ কর্মী এবং সাবেক এমপি তাহমিনা বেগমের অনুসারী।

আহত অহিদ হাওলাদারের স্ত্রী সুমাইয়া খানম বলেন, ‘আমার স্বামী বিএনপি করায় আওয়ামী লীগ সরকারে অবৈধ ডামি নির্বাচনে জয়ী তাহমিনা বেগমের অনুসারীরা ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হত্যা মামলায় আসামি করে। দেশে গনতন্ত্র ফিরে আসায় তাদের মিথ্যা মামলা খারিজ হওয়ার আশংকা থেকে তারা হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। আমি এই আওয়ামী সন্ত্রাসীদের বিচার চাই।’

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। তার বেশ কয়েকটি স্থানে অপারশেন করানো হয়েছে। 

এবিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা নিব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow