মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে আকাশ (৪) নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। তবে শিশুটির পিতা লিটন কাজীর দাবি, তার ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কালকিনি উপজেলার পৌরসভার রাজদী গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের লিটন কাজীর বড় ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সারাদিন বাড়িতে খেলাধুলায় ব্যস্ত ছিল আকাশ। কিন্তু দুপুর ১টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরে তার নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পিতা লিটন কাজী অভিযোগ করেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে।”
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






