মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে আমার দেশ পাঠক মেলা কিশোরগঞ্জ শাখা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের রংপুর বিভাগীয় সদস্য ও পাঠক মেলার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি শাকিল ইসলাম, দৈনিক যুগের আলো পত্রিকার খাদেমুল মোরসালীন শাকীর, আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি মিজানুর রহমান, কালবেলা-র ইয়ামিন কবির স্বপন, খোলা চোখ-এর জয়ন্ত রায়, আজকালের খবর-এর কাওছার হামিদ, আলোকিত সকাল-এর আদর আলীসহ পাঠক মেলার সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ করতেই এই ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
What's Your Reaction?






