মিঠাপুকুরে কলেজ ছাত্রের আত্মহত্যা 

আশিকুর রহমান,মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
Dec 4, 2024 - 19:47
 0  14
মিঠাপুকুরে কলেজ ছাত্রের আত্মহত্যা 

রংপুরের মিঠাপুকুরে ডিপ্লোমা পড়ুয়া এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। আত্মহননকারী ওই ছাত্র রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৭ম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে। 

মঙ্গলবার (৩-ডিসেম্বর) মিঠাপুকুরের মোসলেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এরপূর্বে সোমবার (২- ডিসেম্বর) ওই ছাত্র ঢাকা থেকে বিষপান করে বাড়িতে ফিরেন।

আত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম বেলাল হোসেন (২৩), সে মিঠাপুকুর উপজেলার ০৮ নং চেংমারী ইউনিয়নের তিলক পাড়া গ্রামের মৃত-রোস্তম আলীর পুত্র। স্থানীয়রা জানান, মৃত বেলালের মা মানুষের বাড়িতে কাজ করে বেলালকে লেখাপড়া করাতেন। বেলাল চাকরির কথা বলে কিছুদিন পূর্বে ঢাকায় গিয়েছিলেন। সোমবার ঢাকা থেকে বাড়িতে এসেই সে অসুস্থ হয়ে পড়ে। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বেলাল ঢাকায় বিষপান করে সেখানে প্রাথমিক চিকিৎসা নেয়। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় সে বাড়িতে আসার পর অসুস্থ হয়ে পড়েন।পরিবারের লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করার একদিন পর সে মারা যায়।

প্রতিবেশীরা জানান, বেলালের বাবা রুস্তম আলী, এবং তার দাদা হেলাল এবং দাদী সহ সবাই আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে। তবে বেলাল কি কারনে আত্মহত্যা করেছে সেটা তাদের জানা নেই। 

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, লাশের পোস্ট মর্টেম সম্পূর্ণ হয়েছে। মৃত্যুর কারন উদঘাটনে কাজ করছে পুলিশ। এ রিপোর্ট লেখা অবধি মরদেহ  বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে সঙ্গে থাকা স্বজনরা জানিয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow