মিঠাপুকুরে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ  

আশিকুর রহমান মিঠাপুকুর,(রংপুর)প্রতিনিধি
Feb 1, 2025 - 20:34
 0  13
মিঠাপুকুরে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ  

উত্তরবঙ্গজুড়ে তীব্র কুয়াশার প্রভাব চলছে, শীতের তীব্রতায় বিপর্যস্ত সাধারণ মানুষ। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ জামায়াতে ইসলামী অসহায় ও দুস্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করছে।  

এই কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশে অবস্থিত চীনা অ্যাম্বাসির সহযোগিতায় রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াত কর্তৃক কম্বল বিতরণ কর্মসূচির (একাংশ) আয়োজন করা হয় মিঠাপুকুরের আল ফারুক মাঠে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজলুম জননেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও রংপুর জেলা জামায়াতের সম্মানিত আমীর অধ্যাপক গোলাম রব্বানী,রংপুর জেলা  জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস ছালাম খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে উপস্থিত নেতৃবৃন্দ প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow