মিঠাপুকুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে শনিবার দুপুর ১২টায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার, বিকাশ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে খেলা শুভ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান (কামরু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু নিরঞ্জন মহন্ত ভাইস চেয়ারম্যান, মিঠাপুকুর উপজেলা পরিষদ, মোছাঃ শামীমা আক্তার জেসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান, মিঠাপুকুর উপজেলা পরিষদ। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরে আলম সিদ্দিক।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ খাজানুর রহমান, অধ্যক্ষ মিঠাপুকুর মহিলা মহাবিদ্যালয়, মোঃ মাহবুবুর রহমান উজ্জ্বল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ মিঠাপুকুর উপজেলা শাখা, মোঃ হিরন পাশা সাবেক খেলোয়াড় উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদ ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট ও সাবেক গোলকিপার মিঠাপুকুর।
উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ১১ নং বড়বালা ইউনিয়ন এবং ১৬ নং মির্জাপুর ইউনিয়ন ফুটবল একাদশ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বলেন মাদকমুক্ত মিঠাপুকুর গড়তে খেলাধুলার প্রয়োজন আছে, মিঠাপুকুর উপজেলায় ক্রীড়া উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান।
খেলায় ১১ নং বড়বালা ইউনিয়ন কে দুই গোলে হারিয়ে ১৬ নং মির্জাপুর ইউনিয়ন একাদশ বিজয় লাভ করে।
What's Your Reaction?