মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা 

আশিকুর রহমান,মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
Oct 20, 2024 - 17:36
 0  14
মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীকে জরিমানা 
রংপুরের মিঠাপুকুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে পৃথক চারটি মামলায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছেন, সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহ। 
রবিবার (২০অক্টোবর) দুপুরে মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ডে একজন এবং জায়গীর হাটে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করা হয়। এসময় মিঠাপুকুর উপজেলা স্যানিটারি কর্মকর্তা-আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন। 
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মুলতাসিম বিল্লাহ জানান, দেশের সার্বিক পরিস্থিতির সূযোগে একদল অসৎ ব্যবসাী খাদ্যদ্রব্য মজুদ এবং খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার দুপুরে উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এবং জায়গীর হাটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চারটি মুদি দোকানে দ্রব্যমূল্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক পৃথক চারটি মামলার মাধ্যমে ৬০০০/ টাকা জরিমানা করা হয়েছে। 
তিনি বলেন, অসাধু ব্যবসায়ী আর কালোবাজারিদের বিরুদ্ধে বিভিন্ন হাটবাজারে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow