মিঠাপুকুরে রাস্তার অজুহাতে আমবাগানসহ জমি দখলের চেষ্টা

রংপুরের মিঠাপুকুরে রাস্তার অজুহাতে একটি আমবাগানসহ ২২ শতাংশ জমি বেআইনিভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জমির মালিক মারা যাওয়ার পর ওয়ারিশদের হটিয়ে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন স্থানীয় কিছু ব্যক্তি—এমনটাই দাবি করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রামের মরাহাটি বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল ওয়াহেদ নামে একজনের মালিকানাধীন ওই জমিটি মরাহাটি বাজারের পাশে অবস্থিত। মৃত্যুর পর তার সন্তানরা ওই জমিতে আমবাগান গড়ে তোলেন। জমির পাশেই বসবাসকারী ফরহাদ মিয়া, রেজাউল করীম, আব্দুর রশিদ, কামরুজ্জামান ও শফিকুল ইসলাম নামের কয়েকজন ব্যক্তি পূর্বে মৌখিকভাবে ওই জমির উপর দিয়ে চলাচলের অনুমতি নিয়ে রাস্তা হিসেবে ব্যবহার করতেন। তবে কয়েক বছর আগে জমিতে আমগাছ লাগানো হলে চলতি মৌসুমে ফল আসায় মালিকপক্ষ জমিটির চারপাশে বেড়া দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা জমির মালিকদের উপর হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
জমির ওয়ারিশ ও বর্তমান ভোগদখলকারী জাহানারা বেগম বলেন, “আমার বাবা মারা যাওয়ার পর থেকেই তারা আমাদের জমি দখলের চেষ্টা করছে। মামলা দিয়ে আমাদের হয়রানি করছে, হুমকি দিচ্ছে। আমাদের তেমন কেউ নেই—এই সুযোগটাই তারা নিচ্ছে।”
তার স্বামী জাকারুল ইসলাম বলেন, “রাস্তার অজুহাতে আমবাগান দখলের চেষ্টা চলছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি।”
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্তদের একজন বলেন, “আমরা বহুদিন ধরেই ওই জমির উপর দিয়ে চলাফেরা করি। কিন্তু হঠাৎ করেই তারা রাস্তাটি বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের চলাচলে অসুবিধা হচ্ছে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যেন কোনো পক্ষই হয়রানির শিকার না হয়।
What's Your Reaction?






