মুন্সীগঞ্জ জেলা পরিষদের বরাদ্দে সলিমাবাদে আরসিসি রাস্তা নির্মাণ
মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টংগীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত সলিমাবাদ গ্রামের অভ্যন্তরের ৩২০ ফুট রাস্তা আরসিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ আতিকুর রহমান শিল্পীর আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদের দেয়া ৪ লক্ষ টাকা ব্যয়ে আব্দুল্লাপুর ইউনিয়নের সলিমাবাদ গ্রামের অভ্যন্তরের জামাল মন্ডলের বাড়ীর পূর্ব উত্তর কোনা থেকে সোজা দক্ষিণে ডাঃ সাইদুর রহমান হিমেলের বাড়ী পর্যন্ত ৩২০ ফুট রাস্তা নির্মাণের কাজ শেষ হয়েছে।
স্বাধীনতার পর এই প্রথম রাস্তাটি পূর্নাঙ্গ রাস্তা হিসেবে নির্মাণ করা হলো। এখান দিয়ে আগে ২/৩ ফুট দৈর্ঘ্যের পায়ে হাঁটার রাস্তা ছিলো। জনবসতিপূর্ণ সলিমাবাদ এলাকাবাসীদের যাতায়াত করতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। রাস্তাটি দিয়ে নিয়মিত শত শত মানুষ যাতায়াত করে থাকে। এই রাস্তাটি ইছামতী নদী পাড়ের সলিমাবাদের চৌধুরী মাঠ থেকে সোজা দক্ষিণে নয়ন বেপারীর বাড়ী সম্মুখ দিয়ে আব্দুল্লাপুর বেতকা রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। রাস্তাটি উত্তরে দক্ষিণে সলিমাবাদ এলাকাবাসীদেরকে যানবাহনে যাতায়াতের পথকে সুগম ও সহজ করেছে। রাস্তাটি নির্মাণের জন্যে সলিমাবাদ এলাকাবাসীরা মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ আতিকুর রহমান শিল্পী ও আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন নয়ন বেপারীরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
What's Your Reaction?