মুর্শিদা খাতুন পেলেন ক্রীড়া অদম্য নারী সম্মাননা ২০২৫

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Mar 8, 2025 - 20:08
 0  7
মুর্শিদা খাতুন পেলেন ক্রীড়া অদম্য নারী সম্মাননা ২০২৫

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুষ্টিয়ার খোকসার গর্ব, সংগ্রামী ও অনুকরণীয় নারী মুর্শিদা খাতুন (হ্যাপি) পেয়েছেন ক্রীড়া অদম্য নারী সম্মাননা ২০২৫। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এই সম্মাননা তুলে দেন।

মুর্শিদা খাতুন (হ্যাপি) এই পুরস্কার অর্জনের মাধ্যমে শুধু নিজের নয়, পুরো খোকসার নাম উজ্জ্বল করেছেন। খোকসাবাসীর জন্য এটি এক গৌরবময় মুহূর্ত। মুর্শিদার এই অর্জনে খোকসার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মন্তব্য করেছেন যে, এটি খোকসার জন্য এক বিরল সম্মান এবং ভবিষ্যতে আরও নারীদের অনুপ্রাণিত করবে।

মুর্শিদা খাতুন দৈনিক খোলাচোখকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই সম্মান শুধুমাত্র আমার নয়, এটি আমার পরিবার, সমাজ এবং খোকসার প্রতিটি মানুষের। আমি চাই খোকসার মেয়েরা সামনে এগিয়ে আসুক এবং দেশের উন্নয়নে অবদান রাখুক।”

মুর্শিদার এই প্রাপ্তি কেবল তার ক্রীড়া প্রতিভারই প্রতিফলন নয়, এটি নারীদের জন্য এক অনুপ্রেরণা, যা তাদের স্বপ্ন ও লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শন করবে। খোকসার নারীরা যেন তার এই অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে নিজের কর্মক্ষেত্র এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এগিয়ে আসে, এমনটাই আশা খোকসাবাসীর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow