মুহাম্মাদ আবু জাফর মহিলা মাদ্রাসার অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে সভাপতির পদত্যাগ 

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি
Apr 22, 2024 - 20:36
 0  34
মুহাম্মাদ আবু জাফর মহিলা মাদ্রাসার অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে সভাপতির পদত্যাগ 

ফরিদপুরের বোয়ালমারীতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে  ম্যানেজিং কমিটির সভাপতির নানা ইস্যুতে দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ালেও স্বেচ্ছায় এপর্যন্ত কেউ পদত্যাগ করেননি। এবার প্রথমবারের মত প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে পরিচালনা পর্ষদের সভাপতির পদত্যাগের ঘটনা ঘটলো।

ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে। ময়না গ্রামে শাহ্ মুহম্মদ আবু জাফর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে কমিটির অনুমতি ছাড়া ৫ লক্ষ টাকা ব্যাংক হিসাব থেকে উত্তোলন, অনিয়মতান্ত্রিক ভাবে শিক্ষক নিয়োগ, নিজের স্ত্রীকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দান, শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত বেতন ব্যাংকে জমা না দেয়া, রমজানে আদায়কৃত অর্থের হিসাব না দেয়া, কমিটির অনুমতি ছাড়াই স্বামী-স্ত্রী পবিত্র ওমরা পালন করতে যাওয়াসহ নানাবিধ অনিয়মের অভিযোগ এনে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বেনু পদত্যাগ করেছেন। 
এব্যাপারে ২১ এপ্রিল জনাব গিয়াস উদ্দিন বেনু'র সেল ফোন  ০১৭১১৫৪৬৪১১ নম্বরে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসাইনের সম্পর্কে স্থানীয় জনসাধারণ মিশ্র প্রতিক্রিয়া জানায়। কেউ কেউ বলেন, একটা অবৈধ সম্পত্তির বৈধতা দিতে তৎকালীন বিএনপি নেতা শাহ মুহাম্মাদ আবু জাফরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের সাইনবোর্ড টাঙানো হয়। শাহ মুহাম্মাদ আবু জাফর দানবীর গিয়াস উদ্দিন বেনুর আর্থিক সহায়তায় মাদ্রাসাটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। মোঃ ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে প্রতি বছর ওমরা পালনের নামে সৌদি আরবে প্রবাসীদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগ আছে। 
জনাব গিয়াস উদ্দিন বেনু বলেন, আমি এলাকায় অসংখ্য মসজিদ-মাদ্রাসা নিজ অর্থায়নে গড়ে তুলেছি। আমি কোন অনিয়মের সাথী বা সাক্ষী থাকতে চাইনা। আমি এই প্রতিষ্ঠানের অনিয়মের তদন্ত ও দোষীদের শাস্তি চাই। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow