যথাযোগ্য মর্যাদায় রুমায় মহান বিজয় দিবস উদযাপিত 

শৈহ্লাচিং মারমা, রুমা(বান্দরবান) প্রতিনিধি
Dec 16, 2024 - 23:43
 0  4
যথাযোগ্য মর্যাদায় রুমায় মহান বিজয় দিবস উদযাপিত 

বান্দরবানের রুমায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। 

সোমবার  সকাল ৬:৫০ মিনিটে  মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজয়'৭১" স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস।
 শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিজয় একাত্তর স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা নিবেদনে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তার অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রুমা থানা পুলিশ, উপজেলায় সরকারি-বেসরকারির বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 
বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা প্রশাসনের আয়োজনে  পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী। 
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রুমা থানা অফিসার ইনচার্জ  মোহাম্মদ জাফর ইকবাল।
এরপর অনুষ্ঠিত হয় - এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। পাহাড়ি বাঙালি স্থানীয় শিল্পীরা এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেছে।
এর আগে দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে  উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত স্টলগুলো পরিদর্শন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী। 
স্টলে অংশগ্রহণকারীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিতদের অর্থ বিতরণ করা হয় এবং সাধারণ অংশগ্রহণকারীদেরও শান্তনা পুরস্কার দেয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow