যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, অভিযুক্ত স্বামী গ্রেফতার

মোঃ মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
Mar 12, 2025 - 17:58
 0  7
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, অভিযুক্ত স্বামী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আব্বাস বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং বুধবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের ছালাম রাড়ীর মেয়ে সনিয়া আক্তারের সঙ্গে সাত বছর আগে গৌরনদীর বার্থী ইউনিয়নের তারাকুপি গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে আব্বাস বেপারীর বিয়ে হয়। বিয়ের সময় কনেপক্ষ তিন লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র দেন।

বিয়ের তিন বছর পর আব্বাস বেপারী বিদেশ যাওয়ার জন্য স্ত্রী সনিয়ার পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে। তখন এক লাখ টাকা দেওয়া হলেও বিদেশ থেকে ফিরে আসার পর সে আবারও দুই লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সনিয়াকে শারীরিক নির্যাতন শুরু করে আব্বাস।

নির্যাতন সহ্য করতে না পেরে সনিয়া পিতার বাড়ি চলে যান। ১১ মার্চ সেখানে গিয়েও স্বামী ও তার পরিবারের সদস্যরা সনিয়াকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সনিয়ার পিতা ছালাম রাড়ী বাদী হয়ে মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা করেন। মামলার পরই পুলিশ আব্বাস বেপারীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow