রাঙ্গামাটিতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রাক-বড়দিন উদযাপন

রিপন মারমা,কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
Dec 13, 2024 - 23:10
 0  15
রাঙ্গামাটিতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রাক-বড়দিন উদযাপন

সারা বিশ্বের মতো রাঙ্গামাটিতে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ ধর্মীয় প্রার্থনা ও আনন্দ-উৎসবের মাধ্যমে শুভ প্রাক-বড়দিন উদযাপন করেছে। এই অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন।  আলোকসজ্জায় দৃষ্টিনন্দন করা হয়েছে ক্রিসমাস ট্রি, ধর্মীয় প্রার্থনা, বাইবেল পাঠ, যিশুর জন্মের সে গোশালাও তৈরি করা হয়েছে। সেই সাথে চলেছে বড়দিনের গান বাজনা।

শুক্রবার  (১৩  ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় 
রাঙ্গামাটি খ্রীষ্টান আন্ত: মান্ডলীক বড়দিন উদযাপন পরিষদ কমিটির উদ্যোগে রাঙ্গামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম কক্ষে কেক কাটা ও প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। 

রাঙ্গামাটি খ্রীষ্টান আন্ত: মান্ডলীক বড়দিন উদযাপন পরিষদ কমিটির আহবায়ক রেভা: দীর্ব ধন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি খ্রিষ্টান আন্ত: মান্ডলীক বড়দিন উদযাপন পরিষদ সদস্য ও আহবায়ক অর্থ কমিটি ও চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। 

গেব্রিয়েল পাংখোয়া ও সিষ্টার দিপা ক্রজ এবং সিষ্টার কাকলী রোজারিও এর উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাপ্টিষ্ঠ চার্চ আঞ্চলিক সভাপতি বিপ্লব মারমা। এসময় আরো উপস্থিত ছিলেন, চারণ সাংবাদিক ও  দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মাকসুদ আহম্মেদ,পোট্রের্ট সম্পাদক রুপম চক্রবর্তী, রূপসী কাপ্তাই এর নির্বাহী সম্পাদক  কাজী মোশারফ হোসেন,সিএইচসিপি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা,জামিল বশির সহ ক্যাথলিক প্রধান,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, রাঙ্গামাটি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীসহ আরো অনেকে। এর আগে, সকাল ৯ টায় র‍্যালি বের হয়ে তবলছড়ি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় এসে শেষ হয়। প্রভু যীশুর প্রার্থনার মধ্যদিয়ে খ্রীষ্ট জন্মোৎসবের সুচনা করেন রাঙ্গামাটি ক্যাথলিক চার্চপাল পুরোহিত ফাদার মাইকেল রায়। আর বড়দিনে সমবেত বিশেষ প্রার্থনায় পাহাড়ে শান্তির বার্তা নিয়ে আসবে প্রভু যীশুর জন্মদিন। এ উৎসবের মধ্যে মিশে যাবে সকল হিংসা, সংঘাত। দেশের উন্নয়ন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্ত পরিস্থিতিসহ সকল মানুষ যাতে সুস্থ ও শান্তিতে বসবাস করতে পারে প্রভু যীশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা করেন সকলে। এসময়ে   শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়া ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে রাঙ্গামাটি শহরের তবলছড়ি, আসামবস্তী, কাপ্তাই ও বিলাইছড়ি  উপজেলাসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow