রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি নেতৃবৃন্দ'দের সংবর্ধনা 

রিপন মারমা, কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
Jan 12, 2025 - 19:14
 0  2
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি নেতৃবৃন্দ'দের সংবর্ধনা 

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দ'দের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে কাপ্তাই উপজেলার বগারচর কে এম ইদ্রিছ হোসেন এর বাগান বাড়িতে এই সংবর্ধনা দেয়া হয়।

সংবাদকর্মী মুহাম্মদ শহিদুল ইসলাম পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে রাঙ্গুনিয়া, কাপ্তাই, ও রাজস্থলি উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দিনকালের রাঙ্গুনিয়া প্রতিনিধি মুহাম্মদ শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ দপ্তরের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা  দ্বীন মোহাম্মদ। বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, রাজস্থলি প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজ আলম, সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থনিবাস বড়ুয়া, মাসুদ নাসির, আকাশ আহমেদ,শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন আফতাব, এম এ মতিন, চৌধুরী মুহাম্মদ রিপন, রিপন মারমা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, ইসমাঈল হোসেন নয়ন, আশিক এলাহী, তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার, দেলোয়ার হোসেন, এম মাসুম বাবুলসহ  আরও অনেকে। 

এসময় বক্তার বলেন,মিডিয়ায় কর্মরতদের ঐক্যবদ্ধ ভাবে পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে কাজ করাসহ সপ্রীতির বন্ধন অটুট রেখে কাজ করাসহ একে অপরের পাশে থাকার আহবান জানান বক্তারা। এতে বক্তারা বলেন, 

নানা অনিয়ম, অপরাধ, দুর্নীতিবাজরা নিজেদের কাজ চালিয়ে গেলে সেখানে ঐক্যবদ্ধ ভাবে সংবাদ তুলে ধরাসহ উন্নয়ন, সমস্যা, সম্ভাবনার খবর সাংবাদিকরা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে পাহাড়ে আরো এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাওয়ার ক্ষেত্রে কেউ বাঁধা হয়ে দাঁড়ালো ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে নিজেদের লিখনীর দক্ষতা অক্ষুন্ন রাখার বিষয়ে নানা জােরালো বক্তব্য দেন সাংবাদিক নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow