রাজধানীতে নকল সার্টিফিকেট ও মার্কশিট তৈরির কারখানা
রাজধানীর আগারগাঁওয়ে একটি নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (১ এপ্রিল)দুপুর ১২.৩০ থেকে রাজধানীর আগারগাঁও এবং পীরেরবাগে যৌথ অভিযান পরিচালনা করে ডিবি।ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল অবৈধ সার্টিফিকেট, মার্কশিট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, রাজধানীতে দীর্ঘদিন ধরে একটি চক্র নকল সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করে আসছিল। তেমন একটি চক্রের সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
What's Your Reaction?