রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Apr 21, 2025 - 20:00
 0  3
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামাল শেখ ওই গ্রামের সাইদ শেখের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মুকুল শিকদার জানান, সকালে কামাল শেখ তার বাবা ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরিচ ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা দৌড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত কামাল শেখের শরীরে আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় কামালের সঙ্গে থাকা রাজু নামের এক যুবক অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow