রাজশাহীতে টিসিবি পণ্য পাচারের সময় সহযোগী আটক

মো| গোলাম কিবরিয়া, জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Mar 11, 2025 - 15:07
 0  5
রাজশাহীতে টিসিবি পণ্য পাচারের সময় সহযোগী আটক

রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য পাচারের একটি বড় ঘটনা ঘটেছে। স্থানীয়দের সক্রিয় হস্তক্ষেপে এ ঘটনায় ডিলারের এক সহযোগী আটক হয়েছেন, যিনি টিসিবি পণ্যের কিছু অংশ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। স্থানীয়দের অভিযোগ, ডিলার নিজেই এই অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত, যার ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

পাচারকৃত পণ্যগুলোর মধ্যে ২ লিটারের ৫ বোতল তেল ও ৫ কেজি চিনি উদ্ধার করা হয়। স্থানীয়রা এসময় দ্রুত হস্তক্ষেপ করে এবং পরে টিসিবির প্রতিনিধি শফিউল ইসলামের উপস্থিতিতে পণ্যগুলো পুনরায় ট্রাকে তুলে খোলা বাজারে বিতরণ করা হয়।

এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি পরিস্থিতি শান্ত করেন। স্থানীয়দের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতার অভাব রয়েছে এবং ডিলার নিজের পরিচিতজন ও আত্মীয়-স্বজনদের মধ্যে পণ্য বিতরণ করছেন, যার ফলে সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা জানান, রমজান মাসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিসিবি পণ্য না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে।

ঘটনাস্থলে থাকা টিসিবির প্রতিনিধি শফিউল ইসলাম জানান, স্থানীয়রা হাতেনাতে তেল ও চিনি সহ এক ব্যক্তিকে আটক করেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি আরও জানান, শিরোইল কলোনি সার গুদাম চত্বরে ৪০০ জনের জন্য বরাদ্দকৃত টিসিবি প্যাকেজের মধ্যে ছিল দুই কেজি ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা, দুই লিটার তেল ও ৫০০ গ্রাম খেজুর, যার প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮৮ টাকা।

এ বিষয়ে রিয়াদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. তোজাম্মেল হোসেন সরকার (তাজেল) জানান, তিনি অসুস্থ থাকায় সরাসরি পয়েন্টে উপস্থিত থাকতে পারেননি এবং তার স্থলে লিপি নামক এক নারী কর্মচারীকে দায়িত্ব দেন। তবে তিনি এ ধরনের ঘটনার জন্য দায়ী নন বলে দাবি করেন।

রাজশাহী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর আঞ্চলিক উপ-পরিচালক মো. আতিকুর রহমান জানান, এ বিষয়ে একটি ভিডিও ও স্থানীয়দের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি নিশ্চিত করেন যে, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় টিসিবির পণ্য বিতরণের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা টিসিবি কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow