রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল ও খেজুর বিতরণ

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Mar 19, 2025 - 21:32
 0  2
রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল ও খেজুর বিতরণ

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে এবং রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সরকারি জি.আর. (জেনারেল রিলিফ) এর চাল বিতরণ করা হয়েছে।

রাজশাহীর পবা উপজেলার মুরারীপুরে সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার রাজশাহী জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি মিঠোন, সাধারণ সম্পাদক জরিনা খাতুন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারা খাতুনসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, "দুনিয়ার প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। এখানে যারা আছেন, তাঁরা দৃশ্যমানভাবে প্রতিবন্ধী, কিন্তু আমাদের মধ্যেও বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। এজন্য নিজেদের কখনো হেয় মনে করা উচিত নয়।"

তিনি আরও বলেন, প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের যেকোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জনপ্রতি ১০ কেজি চাল ও ৪ কেজি করে খেজুর বিতরণ করা হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow