রাজশাহীতে ৩ দিন ব্যাপী লোকনাট্য উৎসব 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
Jan 10, 2025 - 18:45
 0  2
রাজশাহীতে ৩ দিন ব্যাপী লোকনাট্য উৎসব 

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রাজশাহীতে তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ রাজশাহী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। 

তিনি বলেন, ‘‘সবার ঘরে ঘরে টিভি ছিলো না বলে আমরা আগে বিটিভিতে নাটক দেখতাম সপ্তাহে একদিন। তখন আমরা এই লোকনাট্যগুলোই বিভিন্ন পাড়া-মহল্লায় উপভোগ করতাম। টিভি চ্যানেল ও শিল্পী কলা-কুশলীর ভিড়ে লোকনাট্যগুলো আজ হারাতে বসেছে। সেই লোকনাট্যকে ধরে রাখার জন্যই এ আয়োজন।’’

লোকনাট্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘‘লোকনাট্য হলো লোকজ জীবনাচারকে তুলে আনা। হাসি-কান্না, রঙ-তামাশা, দুঃখ বেদনা এ সবকিছুকে নাচ, গান ও শব্দের ব্যবহারের সমন্বয়ে গ্রামীণ মানুষের জীবনাচার তুলে ধরা।’’


আঞ্চলিক সংস্কৃতির গুরুত্ব তুলে তিনি বলেন, ‘‘অতীতে আঞ্চলিক ভাষায় তেমন কোনো নাটক নির্মাণ করা হতো না। কিন্তু বর্তমানে বিভিন্ন আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ হচ্ছে। রাজশাহী অঞ্চলের ভাষা অনেকটা পশ্চিমবঙ্গের মতো। প্রত্যেক ভাষার একটি সৌন্দর্য রয়েছে এবং সেই ভাষার সাথেই ওই এলাকার মানুষের জীবনাচার জড়িয়ে রয়েছে। নিজ অঞ্চলের ভাষায় যখন নাটক তৈরি হয়, তখন ওই অঞ্চলের মানুষের মধ্যে একটি অন্যরকম অনুভূতি তৈরি হয় যা দেখে তারা আনন্দিত হয়। তাই এটিকে চলমান রাখতে হবে।’’


জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান ও সহকারী কমিশনার আশিক জামান। এসময় শিল্পী কলা-কুশলী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহের প্রথম দিন গম্ভীরা ও আলকাপ গান হয়। শুক্রবার রয়েছে মনসাপালা ও মাদারপীরের পালা। আর শনিবার রয়েছে বিয়েরগীত ও লছিমন। এ দুদিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow